নোটিশ দেখুন

প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচি’র আওতায় 2022-23 অর্থবছরে বরাদ্দকৃত অর্থের অব্যয়িত হিসাব বিবরণী প্রেরণ ।



বিষয় : প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচি’র আওতায় 2022-23 অর্থবছরে বরাদ্দকৃত অর্থের অব্যয়িত হিসাব বিবরণী প্রেরণ । সূত্র : 1. পত্র নং 41.01.0000.082.14.002.20.111 তারিখ 22/05/2023 সূত্র : 2. পত্র নং 41.01.0000.082.14.002.20.195 তারিখ 15/06/2023 উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচি বাস্তবায়নের নিমিত্ত 2022-2023 অর্থবছরে সূত্রোস্থ 1 ও 2 নং স্মারকে ডাটা এন্ট্রি, তথ্য যাচাই, আইডিকার্ড প্রিন্ট ও লেমিনেটিং, কাগজ, কালি এবং বিবিধ আনুষাঙ্গিক খাতে উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছিল। বরাদ্দ পত্রে ব্যয় বিবরণী দেয়ার নির্দেশনা ছিল। 02। সমাজসেবা অধিদপ্তরের 06/07/2023 তারিখের 41.01.0000.082.14.032.15.236 সংখ্যক স্মারকে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের হিসাব বিবরণী চাওয়া হয়েছিল। অদ্যাবধি তাঁর জেলা হতে এ সংক্রান্ত ব্যয়বিবরণী পাওয়া যায়নি। 03। গত 09/11/2023 হতে 15/11/2023 পর্যন্ত সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিরীক্ষান্তে এ সংক্রান্ত ব্যয় বিবরণী না পাওয়ায় আপত্তি প্রদান করা হয়েছে। উক্ত আপত্তির জবাব প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বর্ণিত খাতসমূহের ব্যয় বিবরণী প্রয়োজন। 04। এমতাবস্থায়, আগামী 30/11/2023 তারিখের মধ্যে নিম্নোক্ত ছকে বরাদ্দ অনুযায়ী তাঁর জেলার সমন্বিত ব্যয়বিবরণী প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো : ক্রমিক নং উপজেলা/ইউসিডি’র নাম খাতওয়ারী অব্যয়িত অর্থের পরিমাণ মোট ডাটা এন্ট্রি মুদ্রণ ও লেমিনেটিং যাচাই কাগজ কালি বিবিধ আনুষাঙ্গিক 1 2 3 4 5 6 7 8 9